ভারতীয় চিত্রকলা যার মধ্যে রয়েছে ভারতের সংস্কৃতি, ইতিহাস, ধর্ম । চিত্রকলার দিক থেকে এই চিত্রকলার ভূমিকা একটি অন্যতম স্থান নিয়ে রয়েছে।
ভারতীয় চিত্রকলাকে সামনে রেখে আমাদের এই ছবিটি তৈরি করা যেখানে ভারতীয় শিল্পকলা কে তুলে ধরা হয়েছে ক্যানভাসের মধ্যে এক্রাইলিক কালারের মাধ্যমে যা একটি চিত্ররূপে আপনাদের সকলের সামনে ।
এই ছবিতে কালারে আমরা কিছু আধুনিকতার চাপ রেখার চেষ্টা ছাপ রাখার চেষ্টা করেছি ।
১৮/২৪ সাইজের ক্যানভাস যা কালো ফ্যান দিয়ে বাধানো ।